ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত আছেন।

বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।

আগামী ২ অক্টোবর অবসরে যাবেন ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর পরেই হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন।

হাবিবুর রহমান ১৯৯৮ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেন। পরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন), উপ-মহাপরিদর্শক এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হন। কর্মক্ষেত্রে সবশেষ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জনপ্রিয়