ঢাকা শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে: ইসলামি আন্দোলন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ১০ মে ২০২৫

সর্বশেষ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে: ইসলামি আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, কোনো তালবাহানা নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। নির্বাহী আদেশে নয়, সংবিধান সংশোধন করে স্বৈরাচারী, খুনি, হাসিনা ও তার দল আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো দল বা গোষ্ঠী ক্ষমতায় এসে স্বৈরাচারীর পুনরাবৃত্তি না ঘটাতে পারে এবং আওয়ামীলীগকেও রাজনীতি করার সুযোগ না দেয়।

শনিবার (১০ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে গণহত্যাকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্য মধ্যে আরো বক্তব্য দেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আলহাজ্ব আনোয়ার হোসেন, হাজী আনোয়ার, এম এইচ মোস্তফা, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মাওলানা কে এম শরিয়ত উল্লাহ, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, নুরুজ্জামান সরকার, মুফতি মো. মাছউদুর রহমান, যুবনেতা মুফতী মানসুর আহমাদ সাকী, ছাত্রনেতা মুনতাছির আহমাদ, মুফতি নিজাম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে হাজার হাজার মানুষের এক বিশাল গণমিছিল নিয়ে শাহবাগে গিয়ে যুক্ত হয়।
 

জনপ্রিয়