
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৯৮৯ জনের মৃত্যু হলো। আর সেপ্টেম্বর মাসে এডিস মশাবাহিত এ রোগে মারা গেলেন ৩৯৬ জন। যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় আটজন ও ঢাকার বাইরে ছয়জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৬৭৪ নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩ হাজার ২২২ জন ও ঢাকার বাইরে ১ লাখ ২০ হাজার ১৮৪ জন রয়েছেন।
জুলাই মাসের শেষ দিকে ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। এখনো ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দ্বিগুণ বা এর বেশি হারে। ঢাকার বাইরে মৃত্যুও বাড়ছে।