ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের রুল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের রুল

বিতর্কিত বণিক গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে কেন রিসিভার নিয়োগ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এছাড়া, বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল-ও জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বেক্সিমকো গ্রুপ হচ্ছে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী ব্যবসায়ী গ্রুপগুলোর একটি। গ্রুপটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে নানা কৌশলে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এবং এর বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

জনপ্রিয়