ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নির্বাচন সংস্কার

এনআইডির সঙ্গে ভোটার তালিকা সমন্বয় হচ্ছে : ড. বদিউল আলম

জাতীয়

প্রকাশিত: ১৭:০৩, ৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

এনআইডির সঙ্গে ভোটার তালিকা সমন্বয় হচ্ছে : ড. বদিউল আলম

নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৪ নভেম্বর) রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। সেখানে ইসি সংস্কার কমিশনের প্রধান এ তথ্য জানান। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার। বৈঠকে তিনি যে ৫টি বিষয়ের সংস্কারের ওপর জোর দেন। সেগুলো হলো-

১। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

২। অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে।

৩। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে।

৪। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।

৫। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ নেয়া হচ্ছে।
 

জনপ্রিয়