
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কি না, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৯ মে) রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটরিয়ামে আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভিডিয়ো বার্তায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কারের নামে সরকার শুধু সময়ক্ষেপণ করছে না, বরং এই সুযোগে সৈরাচারদের দেশত্যাগে পরোক্ষভাবে সহযোগিতা করছে।’
তারেক রহমান আরো অভিযোগ করেন, ‘নানা ইস্যু তৈরি করে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতি ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনতে পারে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে গণতান্ত্রিক পথ রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো ষড়যন্ত্র দেশকে গণতন্ত্র থেকে বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’