ঢাকা রোববার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস

ভেঙে ফেলা হলো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি। বুধবার রাত প্রায় ১১টার দিকে  বাড়ির সামনে একটি ক্রেন এবং একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত সাড়ে ১২টা নাগাদ ভবনের একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সকালেও বাকি অংশও ভেঙে ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান করছেন কয়েক হাজার ছাত্রজনতা। ভবনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরইমধ্যে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছেন বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এ সময় উপিস্থিত ছাত্রজনতা বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়ে। বুধবার রাত ১১টার দিকে ক্রেনযুক্ত বিশাল বাহনটি বাড়ির ভেতরে ঢোকে। এ সময় ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, বাড়ির দরজা জানালাসহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র-জনতা। পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

সন্ধ্যা হতেই সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে।

জনপ্রিয়