ঢাকা রোববার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্কুলে স্মার্ট টিভি-ল্যাপটপ দেয়াকে স্ক্রিনমুখী প্রজেক্ট মনে করেন ৬৭ শতাংশ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০০, ১৮ মে ২০২৫

সর্বশেষ

স্কুলে স্মার্ট টিভি-ল্যাপটপ দেয়াকে স্ক্রিনমুখী প্রজেক্ট মনে করেন ৬৭ শতাংশ

স্কুলে স্মার্ট টিভি-ল্যাপটপ দেয়াকে শিক্ষার্থীদের স্ক্রিনমুখী করার প্রজেক্ট বলছে অনেকে- আপনারও কি একই মত? এমন প্রশ্নে ৬৭ শতাংশ মানুষ একমত হয়েছেন। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ৩১ শতাংশ মানুষ এর বিপক্ষে মতামত দিয়েছে। এ ছাড়া বাকি ২ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।

দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ২ হাজার ৮৭৯ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৮৯৬ জন মানুষ।

গত ৬ মে সকাল থেকে শুরু হয়ে ৮ মে বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, স্কুলে স্মার্ট টিভি-ল্যাপটপ দেয়াকে শিক্ষার্থীদের স্ক্রিনমুখী করার প্রজেক্ট বলছে অনেকে- আপনারও কি একই মত?  জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

এর আগে, প্রাক-প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও কার্যকর করতে দেশের এক থেকে দেড় হাজার সরকারি বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার এমন খবরের সূত্র ধরে নানা মহলে আলোচনার ঝড় ওঠে। প্রশ্ন আসে এ প্রকল্প নিয়ে। স্কুলে স্মার্ট টিভি-ল্যাপটপ দেয়াকে শিক্ষার্থীদের স্ক্রিনমুখী করার প্রজেক্ট বলছেন অনেকে। এই প্রেক্ষাপটেই জরিপটি জালানো হয়।
 

জনপ্রিয়