
শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা ‘দৈনিক শিক্ষাডটকম’ এক যুগ পার করেছে। যুগপূর্তিকে স্মরণীয় করে রাখতে চাই সকলের কাছে। আমাদের পথ পরিক্রমায় অকৃত্রিম সুজন ও অংশীজন হয়ে উঠেছেন অসংখ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, কবি, ভ্রমণ পিপাসু এবং অগণিত পাঠক। সবার প্রবন্ধ, নিবন্ধ, ফিচার, সায়েন্স ফিকশন, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, বিদ্যালয় ও প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিকথাসহ অন্যান্য লেখা নিয়ে প্রায় ৬০০ পৃষ্ঠার একটি যুগপূর্তি সংখ্যা প্রকাশের প্রস্তুতি চলছে।
আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দের মধ্যে এ যুগপূর্তি সংখ্যায় আপনার লেখা আহ্বান করা যাচ্ছে। লেখা কম্পিউটার কম্পোজ ও সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়।
লেখার সঙ্গে লেখক/লেখিকার ছবি ও ফোন নম্বর দেওয়ার অনুরোধ করা হলো।
লেখা পাঠানোর ইমেইল: [email protected]
ম্যাগাজিন সম্পাদক