ঢাকা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভারতের ভেতরেও এক ধরনের পাকিস্তান আছে: রিজভী

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ১৩ মে ২০২৫

সর্বশেষ

ভারতের ভেতরেও এক ধরনের পাকিস্তান আছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের পশ্চিম দিকে একটা কাশ্মির আছে, পূর্ব দিকে আর একটা কাশ্মির সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা বলছে, বাংলাদেশকে ৭১ –এ সহযোগিতা করেছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না ওদের ভেতরেও এক ধরনের পাকিস্তান আছে। রূপক অর্থে তাদের মধ্যেও একটা পাকিস্তান আছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ভারত কীভাবে শেখ হাসিনাকে রক্ষা করছে। তারা তিস্তাকে মরুভূমি করে দিয়েছে। এখন এই নদীর মাঝখানে গ্রাম তৈরি হয়েছে। ফারাক্কা বাধের কারণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। সেখানে জিয়াউর রহমান সাহেব সহযোগিতা করেছেন। আর শেখ হাসিনা ভারতীয় অশ্বমেথ জজ্ঞের ঘোরা আটকায়নি।

তিনি বলেন, ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে মানুষের যে উত্তেজনা দেখা গেছে, ফারাক্কা বাধের জন্য বৃষ্টির মধে্য মানুষের যে উৎসাহ দেখা গেছে তা স্মরণীয়। তাদের পানি আটকে দেয়ার কারণে মরুময় হয়ে যাবে- এই সন্দেহে লাখো মানুষ জমায়েত হয়েছিলো।

ভারতরে বিরুদ্ধে কথা বললে সে বোধহয় প্রগতিশীল নয়- এমন একটা মানুষিকতা তৈরির চেষ্টা চলছে। কিন্তু এ দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে মূলত বামমপন্থিরা। কিন্তু এখন তাদের তেমন সোচ্চার দেখছি না।

অনুষ্ঠানে বক্তারা গঙ্গার পানি চুক্তি গ্যারান্টিসহ নবায়ন, তিস্তা চুক্তি সম্পাদন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও বাদবাকি ৫২ যৌথ নদীর সার্বিক ব্যবস্থাপনা চুক্তির জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ গ্রহণের জন্য অন্তবর্তী সরকারকে আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) চেয়ারম্যান টিপু সুলতান, ভূ-রাজনীতি বিশ্লেষক ব্রি. জে. হাসান নাসির (অব) প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফসি বাংলাদেশ সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

জনপ্রিয়