ঢাকা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাল আমিরাত যাচ্ছেন লিটন-মুস্তাফিজরা

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ১৩ মে ২০২৫

সর্বশেষ

কাল আমিরাত যাচ্ছেন লিটন-মুস্তাফিজরা

লিটন ও মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

লক্ষ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তার অংশ হিসেবেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের পথে উড়াল দিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলটি এবার দুই ভাগে আমিরাত যাবে। একটি বহর সকালেই রওনা দেবে। অন্যটি যাবে সন্ধ্যায়।

নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের আনুষ্ঠানিক যাত্রা। লিটনের সহকারী হিসেবে থাকছেন শেখ মেহেদি হাসান, তবে তার সহ-অধিনায়কত্ব স্থায়ী নয়। এই সিরিজের পর পাকিস্তান সফর অব্দি মেয়াদ মেহেদির। কিন্তু ২০২৬ পর্যন্ত টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন লিটন।

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে এবং দ্বিতীয় ম্যাচ ১৯ মে অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এরপরই দল যাওয়ার কথা পাকিস্তান সফরে। যেখানে ৫টি টি-টোয়েন্টি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজের কথা থাকলেও সেটি অনিশ্চিত। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা থাকা ওই সিরিজের আকাশে কালো মেঘ। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে বিসিবি।

সম্ভাব্য দুটি সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছে টাইগাররা। গতকাল শেষ হয়েছে তাদের অনুশীলন ক্যাম্প। এখান আমিরাতের পথে উড়াল দিতে প্রস্তুত লিটনের দল।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

জনপ্রিয়