ঢাকা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রতীকসহ নিবন্ধন পেতে জামায়াতের আপিলের শুনানি কাল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১৩ মে ২০২৫

সর্বশেষ

প্রতীকসহ নিবন্ধন পেতে জামায়াতের আপিলের শুনানি কাল

রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি পুনরায় শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে আজ সকালে এ শুনানি হয়। পরবর্তী শুনানি হবে আগামীকাল বুধবার।

আজ জামায়াতের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। আপিলটি মঙ্গলবারের কার্যতালিকার দুই নম্বরে ছিল।

গত ৭ মে এ আপিল আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দে ১৯ নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ।

শেখ হাসিনার সরকারের পতনের পর ওই আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হলে গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে জামায়াতের আপিল আবেদন পুনরায় শুনানির অনুমতি দেন।

জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ খ্রিষ্টাব্দে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ খ্রিষ্টাব্দের রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ।

জনপ্রিয়