ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৩, ১২ মে ২০২৫

আপডেট: ১৪:২৬, ১২ মে ২০২৫

সর্বশেষ

প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিভিল সার্জন সম্মেলনের। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

ঢাকার শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের আগেই সিভিল সার্জনদের জেলার স্বাস্থ্যসেবার অবস্থা, চ্যালেঞ্জ ও সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। সেই মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গঠন ও দিকনির্দেশনা দেওয়া হবে সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে বক্তব্য রাখবেন দুজন সিভিল সার্জন। সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই সম্মেলনের মাধ্যমে শুধু অসন্তোষের বিষয়গুলো নয়, বরং সম্ভাবনাগুলোকেও সামনে আনা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার পথ সুগম হবে।

জনপ্রিয়