
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নার্সিংয়ের ওপর গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি করেও শিক্ষার্থীরা কেনো যেনো বৈষম্যের শিকার হচ্ছে। এটা আমরা ক্রমাগতভাবে আমরা দেখছি। যারা চিকিৎসাব্যবস্থায় ডাক্তারদের পরেই একটা বড় অবদান রাখেন তারাই আজ অনেকটা অবহেলিত।
সোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এখনো নার্সদের আবাসন ব্যবস্থা নেই। এখনো বাংলাদেশে নার্সিং সেবার মান তেমন উন্নত হয়নি। কেনো আমরা ভারতে গিয়ে ডলার খরচ করে চিকিৎসা নেবো। সেই টাকা দিয়ে আমাদের দেশের নার্সদের উন্নত করতে হবে। শিক্ষাখাত, স্বাস্থ্যখাত আরো আরো উন্নত করতে হবে। নিশ্চিত করতে হবে নার্সদের আবাসন ব্যবস্থা। মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে।
রিজভী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নার্সদের দাবি পূরণে একটা বড় উদ্যোগ নেয়া হবে। নার্সরা মায়ের ভূমিকা নিয়ে রোগীদের সেবা করেন। সামাজিকভাবে নার্সদের এখনো কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে। তাদেরকে হেয় করা হচ্ছে। তাদের কাজের দিকটা কখনোই মূল্যায়ন করা হয়না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নিলুফার চৌধুরী মনি, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, নার্সেস ও স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক জাহানারা খাতুন প্রমুখ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।