ঢাকা রোববার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দ.আফ্রিকা সফরে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ মে ২০২৫

সর্বশেষ

দ.আফ্রিকা সফরে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটিতে গিয়েছেন তারা।

শনিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানসবার্গের অর থাম্বু বিমানবন্দরে এসে পৌঁছান আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা দেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।

এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে আসা এ দুজন জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করবেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সফরসূচি জানা যায়নি।

এর আগে গত ১০ মে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫' দ্বিতীয় খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দেন। ওই সময় দক্ষিণ আফ্রিকা সফরের কথা জানান তিনি।

জনপ্রিয়