ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুশিয়ারিতে ভীত নয় সরকার : কৃষিমন্ত্রী

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২৫ মে ২০২৩

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুশিয়ারিতে ভীত নয় সরকার : কৃষিমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেবে বলে যে হুশিয়ারি দিয়েছে সে বিষয়ে সরকার ভীত ও চিন্তিত নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য মনে করেন, এটি (নিষেধাজ্ঞার হুশিয়ারি) সবার জন্য সতর্কবার্তা।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুর রাজ্জাক এসব কথা বলেন।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ঘোষিত ভিসা নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে।

এদিকে মার্কিন ভিসা নীতির বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে রয়েছে বলে মনে করে সরকার।

বিবৃতিতে বলা হয়, নিজেদের ভোট ও গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার কোনো নজির নেই।

জনপ্রিয়