ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রামগঞ্জে গরু চুরি রোধে পুলিশি অভিযান 

জাতীয়

আমাদের বার্তা, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

প্রকাশিত: ০০:০০, ২৬ মে ২০২৩

সর্বশেষ

রামগঞ্জে গরু চুরি রোধে পুলিশি অভিযান 

গরু চুরি রোধে লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশ সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে। এতে  গরু মালিক, কৃষক, খামারিসহ এলাকাবাসীক স্বস্থি প্রকাশ করেছেন। তারা থানা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানান। পুলিশি অভিযানে গত বুধবার দুপুরে ভাদুর ইউনিয়নের রাজারামপুর গরু বেপারী মানিক ও ভোলাকোট ইউনিয়নের শাকতলা ডারি বাড়ির আবুল কালাম প্রকাশ কালার গরু ঘরে থাকা ৮টি গরুর রশিদসহ উপযুক্ত প্রমাণাদি না থাকা স্থানীয় রাজারামপুর ওয়ার্ড মেম্বার বিল্লালের জিম্মায় রাখা হয়। এসব গরুর বর্তমানে ক্রয়-বিক্রয় নিষেধ করে জিম্মায় রাখা হয়েছে। পরবর্তিতে উপযুক্ত রশিদসহ প্রমাণাদি পেলে যার গরু তাকে দেওয়া হবে। 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ভাদুর, ভোলাকোটসহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গরু চুরি হয়ে আসছে। গত মার্চ মাসে রাজারামপুর গ্রামে গরু চুরিকালে এলাকাবাসী হাতেনাতে চোরকে ধরে ইউপি চেয়ারম্যানের কাছে সর্পদ করে। গত ১৫ এপ্রিল একই ইউনিয়নের সমেষপুর গ্রামের শেখের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। এভাবে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় ও সামনে কোরবান ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

জনপ্রিয়