ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ , ১৭ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

মতামত থেকে আরও খবর

ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা

ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা

বাংলাদেশে মূলধারার শিক্ষা বলতে প্রধানত তিন ধারার শিক্ষাকে বোঝানো হয়ে থাকে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদরাসা শিক্ষাধারা। ইংরেজি মাধ্যমের শিক্ষায় আবার দু’টি বিশেষ ধারা রয়েছে; একটি জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সন শিক্ষাধারা এবং অন্যটি হলো আন্তর্জাতিক শিক্ষাক্রমের ইংরেজি মাধ্যমের শিক্ষাধারা। অন্যদিকে, মাদরাসা শিক্ষাধারা আবার দু’টি শিক্ষাক্রমে পরিচালিত হয়ে থাকে। সরকারি পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত আলিয়া মাদরাসা এবং অন্যটি ব্যক্তিগত  ও সাধারণ জনগণের অর্থনৈতিক সহযোগিতায় পরিচালিত ক্বওমি মাদরাসা, যেটি খারেজি মাদরাসা হিসেবেও পরিচিত। অতএব আমাদের দেশের শিক্ষার্থীরা শিক্ষাধারার তিন দিকেই বিভাজ্য হয়ে থাকলেও ইংরেজি মাধ্যম শিক্ষাধারার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ প্রতিনিয়ত বেড়েই চলেছে। 

মেঘনার মোহনায় বঞ্চনা

মেঘনার মোহনায় বঞ্চনা

পদ্মা ও যমুনার মিলিত ধারা যেখানে মেঘনার স্রোতে গা ভাসায়, সেখানে ডাকাতিয়ারও সাধ হয় সমুদ্রে যাবার। তিন নদীর মিলনে এসে নিজেকে বিসর্জন দেয় সে। এরপর যে স্রোতধারা তৈরি হয় তাতে বয়ে চলে বাংলাদেশের অধিকাংশ প্রধান নদীর পানি।  পাহাড়ি ঢল নিয়ে মেঘনার সমুদ্রযাত্রায় সওয়ার হয় ব্রক্ষপুত্র, সুরমা, কুশিয়ারাসহ অনেক নদীর পানি ও পলি। ফলে মেঘনা তার বিশালতা দেখাতে শুরু করে। এই বিশালতা এতোটাই বিস্তীর্ণ যে কোথায় কতো জোরে বইছে হিসেব কষাটা কঠিন হয়ে পড়ে। সেই বেহিসাবি নদী যেনো এক সময় তার পাড় ভুলে যায়। এক পাড় থেকে যেমন সমুদ্রের অপর পাড় দেখা যায় না, সেভাবে মেঘনাও কোথাও কোথাও যেন পাড় হারা। একপাড়ের মানুষ দেখতে পায় না আরেকপাড়কে। 

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জরুরি স্মার্ট শিক্ষার্থী 

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জরুরি স্মার্ট শিক্ষার্থী 

অগ্রগতি ও সমৃদ্ধির অন্বেষণে, একটি জাতির সবচেয়ে বড় সম্পদ তার মানব পুঁজি। একটি সমৃদ্ধ ইতিহাস এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দেশ হিসেবে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের সোপান পেরিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবমান। আর স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি হলো স্মার্ট নাগরিক। স্মার্ট বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গড়ে তুলতে হলে আমাদের শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে চৌকস হয়ে ওঠতে হবে। একটি উজ্জ্বল আগামীর পথ প্রশস্ত করতে স্মার্ট নাগরিক বিনির্মাণের লক্ষ্যে আজকের শিক্ষার্থীদের শিক্ষা এবং বিকাশে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একটি স্মার্ট বাংলাদেশের স্থপতি হবে। 

সর্বশেষ

জনপ্রিয়