সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্বপ্ন লিখি ফাউন্ডেশন। গত ৯ ফেব্রুয়ারি ঢাকার জোয়ার সাহরা বাজার এলাকায় এ সংগঠনের উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রারম্ভিক উদ্যোগে উপস্থিত ছিলেন গুলশান- বাড্ডা এলাকার কিছু উদ্যমী মানুষ। তাদের মধ্যে অন্যতম কাঞ্চন দত্ত, সাজেদা বেগম, কাজী শাকিল আহমেদ এবং পরান ঘোষ প্রমুখ।
এ সময় বক্তারা শীতার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের সমাজের প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু নিয়ে স্বপ্ন থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোনো স্বপ্ন নেই। স্বপ্ন মানুষকে বড় হতে শেখায় স্বপ্ন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে ভালো স্বপ্ন দেখতে হবে তবেই জীবনে সফলতা অর্জন করা যাবে।