
চোটের কারণে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পুরো আসরই মাঠের বাইরে কাটাবেন তিনি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, 'ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।'
এশিয়া কাপ থেকে ছিটকে যাবার খবর নিজের ফেসবুকেও জানিয়েছেন শান্ত। শান্ত লিখেছেন, 'এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। মাসল টিয়ারের কারণে টুর্নামেন্টে আর খেলবো না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।'
এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে ৮৯ এবং ১০৪ রান করেছেন বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটার। রোববার আফগানদের বিপক্ষে ইনিংস চলাকালে বাম হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। এরপর সোমবার আক্রান্ত স্থানে এমআরআই করা হয়। চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (১৯৩) সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।