
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে আজ বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বলিভিয়ার চেয়ে বরং দেশটির রাজধানী লাপাজের উচ্চতা নিয়েই বেশি চিন্তিত বিশ্বচ্যাম্পিয়নরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি। স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের সমস্যা আছে। বিশেষ করে সমতলের মানুষ এই শহরে গেলে অক্সিজেন সমস্যায় ভোগেন।
উচ্চতার কারণে বলিভিয়া খেলার জন্য একটি কঠিন জায়গা, যা কম অক্সিজেন স্তরের কারণে উচ্চতায় অসুস্থতা সৃষ্টি করে। তাই তো অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ার রাজধানীতে হাজির হয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। টিউবগুলো অক্সিজেন সরবরাহ করতে এবং সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই সাড়া ফেলেছে। এই প্রতিকূল পরিবেশে আবার লিওনেল মেসিকে না পাওয়ার শঙ্কা রয়েছে আর্জেন্টিনার।
অক্সিজেন টিউব নিজের মুখের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। একই সময়ে টিম বাসে যাওয়ার সময় হাতে ধরে রাখা অক্সিজেন টিউবের ছবি পোস্ট করেন ক্রিস্টিয়ান রোমেরো।
২০০৯ খ্রিষ্টাব্দে লাপাজে গিয়ে আর্জেন্টিনার মতো দল বলিভিয়ার কাছে ৬-১ গোলে হেরে আসে। ডিয়েগো ম্যারাডোনা কোচ হয়ে আর্জেন্টিনা ফুটবলের দায়িত্ব নেওয়ার পরই এই হারের লজ্জায় পড়েছিল লা আলবিসেলেস্তারা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় লাপাজে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বলিভিয়া। এর কয়েক ঘন্টা পরেই আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলও নামছে বিশ্বকাপ বাছাইয়ে। বাংলাদেশ সময় বুধবার সকালে লিমাতে পেরুর মুখোমুখি হবেন নেইমাররা।