ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ , ২০ অগ্রাহায়ণ ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
Retina
Retina
nogod
nogod
Retina
Retina

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের দায় তামিমকে দিলেন সাকিব

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের দায় তামিমকে দিলেন সাকিব

চোটের কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপে না থাকা নিয়ে তামিম নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।

অন্যদিকে দেশ ছাড়ার আগে টি স্পোর্টসে সাক্ষাৎকার দিয়ে নিজের বক্তব্যও পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গ এসেছিল। ২–১ ব্যবধানে সিরিজ হারের ব্যাখ্যায় তামিমের ওপরেই দায় চাপিয়ে দিয়েছেন সাকিব।

ঘরের মাঠে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো খেললেও ২০২৩ খ্রিষ্টাব্দের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চার সিরিজের মধ্যে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হারটি রয়েছে। সেই হার নিয়েই সাকিব বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও ওপর না, পুরো সিরিজের দায় একজনের ওপর।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর তামিমের হঠাৎ অবসরে অবাক হয়েছেন সাকিব। সিরিজের মাঝপথে তাঁর এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগে বলে ফেলে যে, ভাই আর ক্রিকেট খেলব না। এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয় দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমি অনুভব করি।’

জনপ্রিয়