ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ২৯ জুন ২০২৪

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথমবারের মতন ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ১৮ বারের চেষ্টায় প্রথম কোন আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে। আর তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারতীয় দল। যারা আবার ২০০৭ খ্রিষ্টাব্দের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। ফলে সবমিলিয়ে বার্বাডোজে এক টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে।

ফাইনালের এমন মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম জানিয়েছেন, টস জিতলে তারাও ব্যাটিং নিতেন।

ফাইনালের একাদশে দুই দলের একাদশেই কোনো পরিবর্তন নেই। সেমিফাইনালের একাদশই খেলবে ফাইনালে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরখিয়া, তাবরাইজ শামসি।

জনপ্রিয়