ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘ভারতে পাকিস্তান ক্রিকেট দল যাবে কিনা, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২২ মে ২০২৩

সর্বশেষ

‘ভারতে পাকিস্তান ক্রিকেট দল যাবে কিনা, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। পাল্টা দিয়ে পিসিবি বলেছে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ভারত-পাকিস্তানের দুই বোর্ড কর্তাদের এমন রেষারেষি চান না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, 'এটা আন্তর্জাতিক ইভেন্ট, বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে সেখানে খেলতে যাওয়া উচিত।'

ক্রিকেটারদের উজ্জীবিত করতে গিয়ে আফ্রিদি আরও বলেন, 'তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই'র গালে কষে চড় মারা।'

আফ্রিদির এমন মন্তব্যে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। আফ্রিদির এই মতের সমালোচনা করে একহাত নিয়েছেন পিসিবি বস। তিনি বলেছেন, 'বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে, আফ্রিদি নন।' 

এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।'

এদিকে ভারতকে খেলাতে এশিয়া কাপের জন্য ফের একটা 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছে পিসিবি। জিও নিউজ জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

জনপ্রিয়