
স্প্যানিশ লা লিগায় একের পর এক ম্যাচে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন ভিনিসিউস জুনিয়র। দুঃসময়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) পাশে পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। ভিনির সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দু’টি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
শুক্রবার এক বিবৃতিতে প্রীতি ম্যাচ খেলার খবর দেয় সিবিএফ। আগামী ১৭ই জুন বার্সেলোনায় প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গিনি। ২০ই জুন পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে সেলেসাওরা।
২০২২-২৩ মৌসুমে মায়োর্কা, রিয়াল ভায়োদলিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর গত সপ্তাহে ভ্যালেন্সিয়া বিপক্ষেও বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিউস জুনিয়র। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। এই ঘটনায় ক্লাব, জাতীয় দলের সতীর্থদের পাশে পাচ্ছেন ভিনিসিউস। একইভাবে সিবিএফও নিজেদের ফুটবলারের পাশে দাঁড়িয়েছে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, এর আগে নতুন সভাপতি এদনালদো রদ্রিগেজের নেতৃত্বে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করে ব্রাজিলিয়ান ফুটবল। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগান নিয়ে আরও প্রসারিত করতে চায় তারা। সিবিএফ সভাপতি এদনালদো চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণের আরও কঠোর শাস্তি দেন।
ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, সিবিএফের বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ভিনিসিউস জুনিয়র।
প্রশ্ন থাকতে পারে, বর্ণবাদবিরোধী প্রচারণা চালাতে আফ্রিকান দেশকে বেছে নিলো কেনো সিবিএফ? তার উত্তর হতে পারে, আফ্রিকার অধিকাংশ মানুষ কৃষ্ণাঙ্গ হওয়ায় তাদের সঙ্গে জোট বেঁধে প্রচারণা চালাতে চায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
এদিকে বর্ণবাদী আচরণের বিরোধিতা করে নিজেদের সবশেষ ম্যাচে ভিনিসিউসের নাম খচিত জার্সি গায়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটের কারণে গত বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের সেই জয়ের ম্যাচে ছিলেন না ভিনি।