শনিবার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের করাচির দৈনিক জং পত্রিকা জানিয়েছে, এশিয়া কাপের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার অধিকার থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে চায় ভারত।
সীমান্ত নিয়ে সমস্যার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করে।
সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হবে। আর বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানে। এতেও রাজি নয় ভারত। তারা পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক থেকে বাদ দিয়ে বাংলাদেশ বা শ্রীলংকাকে আয়োজক হিসেবে দেখতে চায়।
শুধু তাই নয়! ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক থেকেও পাকিস্তানকে বঞ্চিত করতে চায় ভারত।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)একজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের হাতে নেই। একইভাবে আমরা এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও পাকিস্তানের বাইরে স্থানান্তর করার চেষ্টা করব।’