ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের তিন বছরের চুক্তি

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৬ জুন ২০২৩

সর্বশেষ

বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের তিন বছরের চুক্তি

নতুন চ্যালেঞ্জ নিতে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন করিম বেনজেমা। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৪ বছর কাটিয়ে ফরাসি ফরোয়ার্ডের নতুন ঠিকানা সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। ইতোমধ্যে ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলেছেন বেনজেমা। ক্লাব সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে এএফপি। শিগগিরই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

এএফপির ওই সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা, যা শুরু হচ্ছে পরের মৌসুম থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে। 

আল ইত্তিহাদের বর্তমান কোচ উলভস ও টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তো। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এবারের সৌদি চ্যাম্পিয়ন তারা।

ইউরোপের 'বুড়ো' তারকা ফুটবলারদের নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরব। এর আগে কাতার, চীন তাক লাগানো সব চুক্তি উপহার দিয়েছে। এবার সৌদি ওই পথে এগোচ্ছে। রোনালদো, বেনজেমার পর মেসি সৌদির পথে আছেন। শোনা যাচ্ছে- ডি মারিয়া, বুসকেটস, হুগো লরিস, অ্যালেক্স সানচেজ, জর্ডি আলবাকেও দেখা যেতে পারে সৌদি লিগে।

জনপ্রিয়