ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গাজায় ত্রাণ পৌঁছাতে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৯ মার্চ ২০২৪

সর্বশেষ

গাজায় ত্রাণ পৌঁছাতে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের

গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ইসরায়েলকে সীমান্ত ক্রসিং খুলে দিতে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের একটি আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই নির্দেশ দেওয়া হয়েছে।  খবর এপি নিউজের।

জাতিসংঘের আদালত বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আরও সীমান্ত ক্রসিং খোলাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে।

আদালত আরও বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী যেন গাজায় কোনো অভিযান না চালায়। শুধু তাই না, এই আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে ইসরায়েলকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের মৃত্যু শুধু বোমাবর্ষণ বা স্থল হামলার কারণে হচ্ছে না। নানান রোগ ও অনাহারের কারণেও তাদের মৃত্যু হচ্ছে। জাতিসংঘ আদালতের এই নির্দেশ ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার ইঙ্গিত দেয়।

হামাস বলেছে, জাতিসংঘের এই রায় অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োগ করা উচিত। সংগঠনটি আরও বলেছে, এটি অবিলম্বে কার্যকর করতে হবে। যাতে এই সিদ্ধান্তটি কাগজেই আবদ্ধ না থাকে।

এদিকে ইসরায়েল বলেছে, গাজায় সহায়তা প্রবেশের কোনো সীমাবদ্ধতা নেই। বরং আরও বেশি সহায়তা আনার জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ইসরায়েল বলেছে, গাজা উপত্যকায় সাহায্যের প্রবাহকে সক্ষম ও সহজতর করার জন্য নতুন উদ্যোগের প্রচার চালিয়ে যাবে। স্থল অভিযান, হামাসের ত্রাণ মজুদ করার প্রচেষ্টা ও চুরি করা সত্ত্বেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

ইসরায়েল আরও জানিয়েছে, শীঘ্রই সমুদ্রপথে ত্রাণ প্রবেশের পরিকল্পনায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে ইসরায়েল।

আদালত তার আদেশে বলেছে, ফিলিস্তিনিরা কেবল দুর্ভিক্ষের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন না। জাতিসংঘের কার্যালয় থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ শিশুসহ অন্তত ৩১ জন ইতোমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতার কারণে মারা গেছে।

বিশ্ব আদালত বলেছেন, দক্ষিণ আফ্রিকার মামলার শুনানির পর ইসরায়েলের ওপর আরোপিত আদেশে গাজায় কোনও পরিবর্তন আসেনি।

জনপ্রিয়