ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

স্কুলে ডেঙ্গুর বার্তা দেবেন খুদে ডাক্তাররা

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ২৪ এপ্রিল ২০২৪

সর্বশেষ

স্কুলে ডেঙ্গুর বার্তা দেবেন খুদে ডাক্তাররা

সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলে ডেঙ্গু সচেতনতায় বার্তা দেবেন খুদে ডাক্তাররা। দেড় লাখের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চব্বিশ লাখ শিক্ষার্থী ‘খুদে ডাক্তার’-এর ভূমিকায় সহপাঠিদের মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বার্তা দিয়ে আসছেন, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নির্দেশনার প্ররিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব বিভাগে এ আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি হলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গত বুধবার প্রকাশিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমে সারা দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু সচেতনতায় ‘খুদে ডাক্তার’-এর ভূমিকায় সহপাঠিদের মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বার্তা দেবেন।

এসব বার্তার মধ্যে রয়েছে, এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। স্কুল, অফিস ও বাড়িতে রাখা ফুলের টব, যেকোনো পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এসব জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিতে হবে। বাড়ি, অফিস ও স্কুলের আশ-পাশের বর্জ্য নিয়মিতভাবে অপসারণ করতে হবে।

দিনে ও রাতে ঘুমানো বা বিশ্রামের সময় মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে মশা নিবারক ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন-খাবার স্যালাইন, ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে হবে।

এই বার্তা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘খুদে ডাক্তার’ দলের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীর মাঝে নিয়মিত প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছ।
 

জনপ্রিয়