
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আজগর আলী ছেলে মো. দেলোয়ার (৪৮), তিনি অডিটর হিসেবে কর্মরত ছিলেন এবং মুন্সিরহাট ঠাকুরগাঁও রোডের বাসিন্দা। মো. ইমরুল (৪০), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন। পীরগঞ্জ উপজেলার শকুরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ঘটনাস্থলেই মারা যান। জুলফিকার আলী (৪৫), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদ মানিক, তিনি প্রাইভেট কারটির চালক ছিলেন এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা। তিনি হাসপাতালে মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তারা হলেন, আল-মামুন (৪০), তিনি অডিটর হিসেবে কর্মরত এবং হাহীপদী গ্রামের বাসিন্দা। আবদুস মান্নান (৩৭), তিনি শিরাজস্থ গ্রামের বাসিন্দা। নাহিদ (৩২), তিনি সুপার হিসাবরক্ষণ অফিসার হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর মেডিকেল অফিসার মোঃ রাকিবুল ইসলাম চয়ন বলেন, এখন পর্যন্ত চারজন মারা গিয়েছে এবং আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।