ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কারাগারে পাঠানো হলো অভিনেত্রী নুসরাত ফারিয়াকে

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৯ মে ২০২৫

আপডেট: ১২:০১, ১৯ মে ২০২৫

সর্বশেষ

কারাগারে পাঠানো হলো অভিনেত্রী নুসরাত ফারিয়াকে

রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তাকে গ্রেফতারের পরদিন আজ সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল ভূঁইয়া। ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে।

অভিনেত্রী নুসরাত ফারিয়ার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। আগামী ২২ মে জামিন শুনানির দিন ঠিক করেছে আদালত।

এর আগে, গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

জনপ্রিয়