ঢাকা বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চার লেনের দাবিতে রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ১৪ মে ২০২৫

সর্বশেষ

চার লেনের দাবিতে রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ

রংপুর-কুড়িগ্রাম সড়ককে চার লেনে উন্নীতকরণ, অবৈধ যানচলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে রংপুরের কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সেখানে মানববন্ধন করেন তারা।

অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছেন।

কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) নেতা জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে আমাদের প্রিয়জনদের হারাচ্ছি। এই মৃত্যুর মিছিল আর কতদিন চলবে? কিছুদিন আগেএক পরিবারের তিনজন সদস্যের মধ্যে দুজন মারা যান। মঙ্গলবার একই গ্রামের আরেকটি পরিবারেও এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটে। চারজনের মধ্যে তিনজনকে হারিয়েছি আমরা।

তারা আরও বলেন, এই দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এখনো চার লেনে উন্নীত হয়নি। এ সড়কে অবৈধ যান চলাচল করে। সরু রাস্তার কারণে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর এরই ফলশ্রুতিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এখন যদি আমরা চুপ থাকি, কাল হয়ত আমি বা আপনি হারাতে পারি আমাদের আরেক প্রিয়জনকে। তাই আর নয় নিশ্চুপ থাকা। এখনই সময় আমাদের দাবি আদায়ের।

বক্তরা অবিলম্বে তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্ত্রী রুবিনা, দুই বছর বয়সের সন্তান রহমত ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা আক্তার স্নেহাকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন মীরবাগ বাজারের লন্ড্রি ব্যবসায়ী আশরাফুল। জুম্মারপাড় কৃষি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। রাস্তার পাশে পড়ে যাওয়ায় আহত হন মোটরসাইকেল চালক আশরাফুল। পরে স্থানীয় লোকজন এসে আশরাফুলকে আহত অবস্থায় এবং বাকি তিনজনের মরদেহ মরদেহ উদ্ধার করেন।
 

জনপ্রিয়