ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

সাঁথিয়ায় আগুনে বসতঘর পুড়ে ভষ্মিভূত

দেশবার্তা

আমাদের বার্তা, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ১৮ মার্চ ২০২৩

সর্বশেষ

সাঁথিয়ায় আগুনে বসতঘর পুড়ে ভষ্মিভূত

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সব হারিয়ে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার ধোপাদহ গ্রামের বাজারের পাশে নারায়ন কুমার সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি বিজন কুমার সূত্রধরের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজন কুমার গত বৃহস্পতিবার তার বাবা মাকে ঘরে রেখে রাত ৮টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে উপজেলার কাশিনাথপুর শশুর বাড়ি বেড়াতে যান। ওই দিন রাত ৪টার দিকে তার বাবা সিলিং ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ সুইচ বোর্ডে আগুন ধরে যায়। মুহুর্তে আগুন তার চারচালা টিনের ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে এলাকাবাসি ও খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতঘর, আসবাবপত্র নগদ ৮০ হাজার টাকাসহ ঘরে রক্ষিত মালামাল সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বরে ধারনা করা হচ্ছে।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অর্ঘ্য দেব নাথ জানান, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষনিক সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

জনপ্রিয়