
বরিশালে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারন ও আপগ্রেডেশন শীর্ষক প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি, ২/১০/১৩.৩৩ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নবগ্রাম রোডের খান সড়কের দক্ষিণ দিঘিরপাড় শিকদারপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মেয়র সাদিক আবদুল্লাহ বিদ্যুৎখাতে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন। পাশাপাশি উদ্বোধন হওয়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারন ও আপগ্রেডেশন প্রকল্পটি স্বচ্ছভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারন ও আপগ্রেডেশন প্রকল্পের আওতায় এই নতুন উপকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ উপকেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হবে।