ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আপাতত বন্ধ করোনার বোস্টার ডোজ

কোভিড

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ২ মার্চ ২০২৩

সর্বশেষ

আপাতত বন্ধ করোনার বোস্টার ডোজ

দেশে কোভিড টিকার মজুদ না থাকায় স্বাস্থ্য অধিদপ্তর তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল বুধবার থেকে এ টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ জানিয়েছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর দেশে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে এবং সেজন্য অন্তত দেড় মাস সময় লাগতে পারে। 

ডা. আবদুল্লাহ আল মুরাদ বলেন, ‘টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চুতর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ বিষয়ে আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।’ 

এদিকে দেশে ২০২০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে পরের বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে কোভিড টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গত মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। সেইসঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেয়া হয়েছে।

জনপ্রিয়