
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে পর বেশকিছু শিল্পকারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত। প্রশাসক দিয়ে ওইসব শিল্পকারখানা চালু রাখলে এতো শ্রমিক বেকার হতো না বলেও দাবি তাঁর।
বুধবার (৩১) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তাঁর দাবি, এমনিতেই দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে, এর মধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু শিল্প কারখানা বন্ধ করে দিয়ে এ সংকট বাড়িয়ে তুলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ের আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সমাবেশের বিষয়ে জানানো হয়েছে। এ সমাবেশে শ্রমিকের বিভিন্ন দাবির পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে।