ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

২৯ প্রতিষ্ঠান পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

২৯ প্রতিষ্ঠান পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

দেশের ১২টি খাতের ২৯টি কারখানা ও প্রতিষ্ঠান ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি’ দিবসে পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’। ১২টি খাত হলো-তৈরি পোশাক (ওভেন), তৈরি পোশাক (নিট), টেক্সটাইল, চা, সিমেন্ট, প্লাস্টিক, চামড়া (ফিনিশড গুডস), চামড়া (ট্যানারি), ফার্মাসিউটিক্যালস, টাইলস অ্যান্ড সিরামিক, ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ। বিজয়ী কারখানা ও প্রতিষ্ঠানস পুরস্কার হিসেবে এক লাখ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং সার্টিফিকেট পাবে।

শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ কে এম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-

১. তৈরি পোশাক (ওভেন)- এআর জিনস প্রডিউসার লি., মাহমুদা এ্যাটার্স লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, সাউদার্ন গার্মেন্টস লি., জিরাবো।

২. তৈরি পোশাক (নিট)- পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ইপিলিয়ন নীটওয়্যারস লিমিটেড, লায়লা স্টাইল লি., জিএমএস টেক্সটাইল লিমিটেড, জেনেসিস ফ্যাশন্স লিমিটেড, অকো টেক্স লি.

৩. টেক্সটাইল- ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস।
৪. চা- মির্জাপুর চা বাগান, চাতলাপুর চা কারখানা, জেরিন চা বাগান, গাজীপুর চা বাগান।

৫. চামড়া (ফিনিশড গুডস)- বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এফ বি ফুটওয়্যার লিমিটেড।

৬. চামড়া (ট্যানারি)- এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

৭. সিমেন্ট- লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
৮. প্লাস্টিক- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লি.

৯. ফার্মাসিউটিক্যালস- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি.
১০. টাইলস অ্যান্ড সিরামিক- শাইনপুকুর সিরামিকস লি.

১১. ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি।
১২. খাদ্য প্রক্রিয়াজাতকরণ-আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.

জনপ্রিয়