কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছিলো নিত্যপণ্যের। একইসঙ্গে বেশ কিছু পণ্যের দামেও অস্থিরতা দেখা দিয়েছিলো। তবে সরবরাহ স্বাভাবিক হওয়ায় মাছ ও সব ধরনের সবজির দাম কমে এসেছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এই তথ্য মিলেছে।
কোরবানি ঈদের পর পাঙ্গাস ছাড়া কোনো মাছই ৩০০ টাকার নিচে পাওয়া যাচ্ছিলো না। কোটা আন্দোলনের সময়ে সরবরাহ ঘাটতির কথা বলে আরো বেশি দাম হাঁকা হচ্ছিলো। তবে গতকাল বাজারে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমে পাওয়া গেছে মাছ।
এদিকে গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। বিক্রেতারা দেশি শসা বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে, হাইব্রিড শসা ৮০ টাকায়, বেগুন ৫০ থেকে ৬০ টাকায়, টমেটো ১৪০ টাকায়, গাজর ১৬০ টাকায়, পটল, চিচিঙ্গা ও ঢেরস ৪০ টাকায়, বরবটি ও করলা ৮০ টাকায়, কাকরোল ৬০ টাকায় এবং ধুন্দল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম আরো কমানোর দাবি জানাচ্ছেন ক্রেতারা। বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে। রসুন ২০০ থেকে ২২০ টাকায়, আদা ২৭০ থেকে ২৮০ টাকায়, পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকায় এবং আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।