
ইন্টারন্যাশনাল স্ট্যার্ন্ডাড ইউনিভার্সিটি (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টেক্সটাইল ক্লাব আয়োজিত 'আইএসইউ টেক্স কার্নিভাল -২০২৩' অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম এ কাশেম। আরো উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো: লুৎফর রহমান, টেক্সটাইল ডিপার্টমেন্টের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী।
প্রথম সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান, কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের চিফ সাইন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার ড. এইচ এম জাকির হোসাইন, প্রধান বক্তা ছিলেন মার্ক্স & স্পেন্সার ম্যানেজার তানভীর নূর।
আইএসইউ উপাচার্য বলেন, শিল্প বিপ্লবের যুগ থেকে বর্তমান পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গৌরর উজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারণা এবং আগ্রহ কম। মানুষের মাঝে এই ধারণা ছড়িয়ে দিতে আইএসইউ এর টেক্সটাইল কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কার্নিভালে ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন লিখনউজ্জামান, রাজেশ মজুমদার, আবু জাহিদ; পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন পারভেজ মৃদুল, আব্দুল মান্নান এবং হালিমাতুস সাদিয়া ।এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড এবং গিফট পার্টনার বিশ্বখ্যাত ওয়াটার পিউরিফায়ার টরেভিনো। ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে মানসম্মত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ টেক্সটাইল ক্লাব বিভিন্ন আয়োজন করে থাকে।