ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষর 

অর্থনীতি

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ২৬ জুন ২০২৩

সর্বশেষ

হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষর 

প্রাইম ব্যাংক সম্প্রতি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সঙ্গে ‘প্রাইম পেরোল এবং প্রাইমপে’ চুক্তি স্বাক্ষর করেছে। 
প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান, ডিএমডি নাজিম এ. চৌধুরী, করপোরেট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকিং’এর এরিয়া হেড সাজিদ রহমান এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. হাফিজুর রহমানের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ডিএমডি মহ. হালিমুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এই চুক্তির ফলে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মচারীরা প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন। এ ছাড়া, ব্যাংকিং লেনদেনে প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ’প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন।
প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান বলেন, ‘ব্যাংক সবসময় আমাদের সকল পার্টনার এবং গ্রাহকদের বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস-এর কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের পরিষেবাগুলো উপভোগ করতে পারবেন। আমরা দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে বিশ্বাসী।’

জনপ্রিয়