ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৩১ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নর্থ সাউথের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ২ আগস্ট ২০২৪

সর্বশেষ

নর্থ সাউথের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ১ নম্বর গেটের সামনে গ্রাফিতি অঙ্কন, গায়েবানা জানাজা ও বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকার দেওয়ালে ‘একমাত্র সান্ত্বনা শহীদের মর্যাদা’, ‘স্টপ ডিক্টেটরশিপ’, ‘আগামী ফাগুনে আমরা হবো লাখোগুণ’ ইত্যাদি লেখেন শিক্ষার্থীরা। এরপর জুমার নামাজের বিরতিতে যান তারা। জুমার পর বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানান অন্তত ৩০ জন শিক্ষক।

পরে শিক্ষার্থীরা চলমান আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা পড়েন। এতে অংশ নেন আড়াই শতাধিক শিক্ষার্থী-শিক্ষক। গায়েবানা জানাজা শেষে তারা মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে আবার নর্থ সাউথের ১ নম্বর গেটে আসেন। সেখানে সমাবেশের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হয়। সমাবেশে হাসিবুল হাসান শান্তসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। শিক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। 

জনপ্রিয়