ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

শ্রমিক হত্যার বিচারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

শ্রমিক হত্যার বিচারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে অবস্থান নেন ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটে। অবরোধে মহাসড়কের দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পড়ে অসংখ্য যানবাহন।

গতকাল দুপুরে আশুলিয়ার জেরাবো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কাওসার হোসেন খান (২৭) নামের এক শ্রমিক মারা যান। পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হন পুলিশসহ অর্ধশতাধিক। নিহত শ্রমিক স্থানীয় ম্যাংগো টেক্স লিমিটেডের নামে একটি কারখানার সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার মধ্য রতনপুর এলাকায়।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে যেভাবে পাখির মতো গুলি করে ছাত্র-শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে, এখনও তা চলছে। এভাবে চলতে পারে না। শ্রমিক হত্যার কঠোর শাস্তি ও বিচার দাবি করেন তারা। 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকি জানান, শিক্ষার্থীরা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

জনপ্রিয়