ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

নোরা ফাতেহি যেভাবে জন্মদিন পালন করবেন

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

নোরা ফাতেহি যেভাবে জন্মদিন পালন করবেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোড়ন সৃষ্টিকারী তারকা নোরা ফাতেহি। ইনস্টাগ্রামে তার ৪ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন নিত্যদিনের নানা ঘটনা।

ফ্যাশন-ভূষণ থেকে শুরু করে নৃত্যের ছন্দে সব সময় হাস্যোজ্জল এক নাম নোরা ফাতেহি। কখনও ভক্তদের ভুলে যান না তিনি। 

আরও একবছর বয়স বেড়ে গেল এই সুন্দরী তারকার। আজ ৩১তম জন্মদিন পালন করছেন মরক্কান এই বলিউড তারকা। কীভাবে জন্মদিন পালন করবেন এ সম্পর্কে পিংকভিলাকে বলেছেন নোরা ফাতেহি। 

নোরা ফাতেহি জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দুবাইয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার বন্ধু-বান্ধবীরা আসবেন জন্মদিনে। 

তিনি বলেন, আমি ভাগ্যবতী যে বিশ্বের বিভিন্ন জায়গায় আমার বন্ধু রয়েছে। সবাই জন্মদিন পালন করতে দুবাই আসছেন।  
ইতিমধ্যে সোমবার রাত মধ্যরাতে অনানুষ্ঠানিক জন্মদিন পালনের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন নোরা ফাতেহি।  এতে সুন্দর পোশাকে বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত দেখা যায় নোরাকে।

জনপ্রিয়