ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

‘আলিয়া ৩০, আর এত অভিজ্ঞ টলি নায়িকা মোটে ৩২’!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ১৬ মার্চ ২০২৩

‘আলিয়া ৩০, আর এত অভিজ্ঞ টলি নায়িকা মোটে ৩২’!

জন্মদিন উদ্‌যাপন করতে আপাতত সপরিবারে লন্ডনে রয়েছেন আলিয়া ভট্ট। বুধবার ছিল তাঁর ৩০তম জন্মদিন। সাধারণত মহিলাদের বয়স জিজ্ঞাসা করা ‘অভদ্রতা’ ভাবা হয়। তার উপর তিনি যদি অভিনেত্রী হন, তা হলে তো ‘তওবা তওবা’!

অনেক সময়েই দেখা যায়, নিজের মুখে প্রকৃত বয়স স্বীকার করতে চান না অভিনেত্রীরা। গ্ল্যামার বিশ্বের সেটাই নিয়ম। কিন্তু সময় বদলেছে। জন্মদিনে আলিয়া সমাজমাধ্যমে তাঁর বয়স স্বীকার করে নিয়েছেন। পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। সেখানে জন্মদিনের কেকের উপরেও লেখা রয়েছে ‘‘তিরিশকে স্বাগত।’’ সম্পূর্ণ বিষয়টির প্রশংসা করেছেন পরিচালক রোহন ঘোষ। কিন্তু তার সঙ্গেই তিনি উস্কে দিয়েছেন অন্য প্রসঙ্গ। ফেসবুকে রোহন লিখেছেন, ‘‘আলিয়া ভট্ট সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে তাঁর বয়স তিরিশ। অন্য দিকে টলিউডের এক সিনিয়র অভিনেত্রী যাঁর বত্রিশ বছর বয়স (যদিও তিনি তাঁর মুখে বোটক্সকে ভুল প্রমাণিত করতে ত্বকের জেল্লাকেই ঢাল বানান)।” এরই সঙ্গে রোহন মজাচ্ছলে লিখেছেন, ‘‘আমি জানি না আলিয়া কেন এই সত্যি কথাটা বলে দিল।’’

টলিপাড়ায় বয়স লুকতে অভিনেত্রীদের বিভিন্ন কসমেটিক অস্ত্রোপচার নিয়ে নানা গুজব কানে আসে। যদিও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। রোহন কি বিশেষ কারও দিকে ইঙ্গিত করতে চাইছেন? উত্তর খুঁজতে আনন্দবাজার অনলাইনের তরফে ‘মুক্তি’ ওয়েব সিরিজ়ের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। রোহন বললেন, ‘‘ আমি নির্দিষ্ট ভাবে কাউকে কিছু বলতে চাইনি। আসলে বোঝাতে চেয়েছি সময় বদলেছে। দেশের অন্যতম সেরা অভিনেত্রী কোনও সমালোচনা এবং কাজ খোয়ানোর ভয় না পেয়ে নিজের বয়স উদ্‌যাপন করছেন মানে তিনি কতটা আত্মবিশ্বাসী সেটা বুঝতে হবে।’’

তবে তাঁর পোস্ট ঘিরে সমালোচনার কোনও কারণ দেখছেন না রোহন। রোহন বললেন, ‘‘অস্কারে সে দিন মিশেল ইয়ো পর্যন্ত বললেন যে, এখন আর অভিনেত্রীদের কেরিয়ারের নির্দিষ্ট কোনও শীর্ষবিন্দু হয় না। সময়ের সঙ্গে বিষয়বস্তু যত বদলাচ্ছে, অভিনেত্রীরাও নিজেদের ততটাই নতুন আঙ্গিকে আবিষ্কার করতে পারছেন।’’

রোহনের মতে, তাই অভিনেত্রীদেরও বোঝা উচিত যে বয়স লোকানো বো কানও কৃত্রিম পদ্ধতি এখন অতীত। রোহনের কথায়, ‘‘বয়স লুকনোর চেষ্টা করা বৃথা। এখন অভিনেত্রীরাও অসাধারণ কাজ করছেন। তাই তাঁদের কাজই হবে তাঁদের পরিচালক। বয়স নয়।’’ রোহন এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। জানালেন বেশ কিছু নতুন কাজের কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে যথাসময়ে দর্শকদের জানাবেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জনপ্রিয়