ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গহনা পরে ঘুমালেই বিপদ!

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ৮ এপ্রিল ২০২৩

সর্বশেষ

গহনা পরে ঘুমালেই বিপদ!

গহনা পরতে কমবেশি সবাই ভালোবাসেন। অনেকে ঘুমাতে যাওয়ার সময়ও গহনা শরীর থেকে খুলে রাখেন না। এতে নিজেরই বিপদ নিজে ডেকে আনছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

নারীরা বেশি গহনা পরলেও ছেলেরাও হালকা গহনা পরেন। যেমন গলার চেন, হাতে ব্রেসলেট কিংবা আংটি। এসব গহনা রাতে ঘুমার সময়ও পরে থাকলে আপনি পরতে পারেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

চিকিৎসকরা বলছেন, হালকা গহনা পরে অনেকেই নিজের রুটিন অনুযায়ী সারাদিনের কাজ সেরে নেন। সে গহনা রাতেও বিশেষ করে ঘুমানোর সময় পরে থাকলে অনাকাঙ্ক্ষিত অনেক রোগ শরীরে বাসা বাঁধে।

যেমন অনেকেই বিয়ের আংটি আঙুল থেকে খুলেন না। এমন কি রাতে ঘুমানোর সময়ও না। বিশেষজ্ঞরা বলছেন, এ অভ্যাস যাদের আছে তারা ঘুম থেকে উঠে তাদের হাতের আঙুল দেখুন। তাহলেই বুঝবেন, স্বাভাবিকের চেয়ে একটু বেশি আঙুলে ফোলা ভাব তৈরি হয়েছে।

গহনা পরার স্থানে অনেক সময় রক্ত জমাট বেঁধে লাল দাগের সৃষ্টি হয়, যা থেকে দেখা দেয় বিভিন্ন ধরনের স্কিন ডিজেজ।

ত্বক বেশি স্পর্শকাতর হলে র‌্যাশ, চুলকানি এমনকি অ্যালার্জিও দেখা দিতে পারে শরীরে। তা ছাড়া রাতে ঘুমানোর সময় পরে থাকা গহনার কারণে অস্বস্তি বোধ হয়, যা ঘুমরে ব্যাঘাত ঘটায়।

গহনা পরলে রক্ত চলাচলের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়, যা থেকে হাত পায়ে ঝিনঝিন ভাব, রগে টান পড়া, অনিদ্রা, হাত পা অবশ হয়ে যাওয়া, সারাক্ষণ দুর্বল ও ক্লান্তিবোধ হওয়া এমনকি হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে। তাই রাতে গহনা পরে ঘুমানোর অভ্যাস থাকলে আজ থেকেই তা বাদ দিতে চেষ্টা করুন।

সূত্র: আনন্দবাজার

জনপ্রিয়