
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মহামতি গৌতম বুদ্ধের আর্দশ ধারণ করলে সংঘাত থাকবে না, হানাহানি থাকবেনা। আজকে আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করা হতো তাহলে শিশুদের হত্যা করার মতো মনোভাব ফ্যাসিস্ট সরকারের হতো না।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সরকার এ ব্যাপারে নিরুত্তাপ, নিষ্ঠুর। এর কারণ কী? আজকে পত্রিকায় দেখলাম কবিতা পরিষদ, তারাও দ্রুত নির্বাচন চেয়েছে।
তিনি বলেন, সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি তার এলাকায় বিশাল সড়ক বানিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। অথচ সারা বিশ্বের মানুষ হাওর রক্ষার আন্দোলন করছে। তিনি ফ্যাসিবাদের দোসর। ডিজিএফআই, এনএসআই থাকতে কীভাবে তিনি পালিয়ে গেলেন। তার তো বিচার হওয়া উচিত।
রিজভী বলেন, আজকে সরকারের মধ্যে অত্যান্ত ক্ষমতাশালী একজন উপদেষ্টা রয়েছেন। স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন। খুব পাওয়ারফুল। আবার এও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না। নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেন। তার নাম খোদাবক্স। তাহলে এতো শক্তিশালী উপদেষ্টা থাকার পরে এমন কেনো হচ্ছে। সাতক্ষীরাসহ অন্যান্য সীমান্ত দিয়ে জোর করে ভারত মানুষ ঢোকানো হচ্ছে আমাদের দেশে। সরকার তো এ ব্যাপারে একটি কথাও বলেনি। কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দফতর।