ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

উত্তপ্ত নার্সিং কলেজ: শিক্ষার্থীদের আলটিমেটাম, কুশপুতুল দাহ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ১১ মে ২০২৫

সর্বশেষ

উত্তপ্ত নার্সিং কলেজ: শিক্ষার্থীদের আলটিমেটাম, কুশপুতুল দাহ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল দাহ করে ক্যাম্পাসে প্রতিবাদ জানানো হয়।

আগামীকাল সোমবারের মধ্যে দাবি না মানা হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানানো হয়।ছবি: দৈনিক শিক্ষাডটকম

রোববার বরিশাল নার্সিং কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দাবিতে আন্দোলন করছিলো।

তবে ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।

এ সময় যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরন অনশনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা জানান, রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

 

 

জনপ্রিয়