ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘জাতির নেতৃত্ব দিতে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়তে হবে’

জাতীয়

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

‘জাতির নেতৃত্ব দিতে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়তে হবে’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ শিশুদের মধ্য থেকে বিকশিত হবে। এই শিশুরাই জাতির নেতৃত্ব দেবে, সেজন্য শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। 

শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, যারা খেলাধুলা করে তারা খারাপ মানুষ হতে পারে না। তাই তোমাদের খেলাধুলা করতে হবে, শরীরচর্চা করতে হবে। তোমরা মাদক ও ইভটিজিং থেকে দূরে থাকবে। যারা মাদক সেবন করবে তাদের সঙ্গে মিশবে না।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শফিউর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাসহ রাজনৈতিক নেতারা ও  বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছাত্রদের খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সদরের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর ছাত্রীদের খেলায় ভান্ডারিয়ার উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে সদরের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জনপ্রিয়