ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, নিরাপত্তা জোরদার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ২০ নভেম্বর ২০২৩

সর্বশেষ

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, নিরাপত্তা জোরদার

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গেটগুলোতে। আইডি কার্ড প্রদর্শন করেই সবাইকে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়াও কী কারণে কোর্টে আসছেনসহ নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অপরিচিতরা। 

এদিকে চার নেতার মাজার সংলগ্ন ন্যায় সরণির গেট ও প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র খোলা রাখা হয়েছে বার কাউন্সিল সংলগ্ন গেট, মাজার গেট ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গেট।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তা জোরদার, প্রবেশে কড়াকড়ির বিষয়টি জানানো হয়। একইসঙ্গে বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেউ প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়