ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

প্রধানমন্ত্রী সকলকে মিতব্যয়ী হতে বলেছেন: আমু

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

প্রধানমন্ত্রী সকলকে মিতব্যয়ী হতে বলেছেন: আমু

এখন থেকে মিতব্যয়ী হলে আগামীতে সরকার সকল দুর্যোগ মোকাবেলা করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে মিতব্যয়ী হতে বলেছেন। তাহলে আগামীতে যেকোনো দুর্যোগ আসুক না কেন আমরা মোকাবেলা করতে পারব।

আজ শনিবার ৪ ফেব্রুয়ারি দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিক্ষক সমিতি (বিটিএ) ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকার শুধু শিক্ষাবান্ধবই নয় জনবান্ধব বলে দাবি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানানোর আগেই তা পূরণ করা হয়। এখন বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি হুমকির মুখে, এই সময় নতুন করে কোনো দাবি জানানোর প্রয়োজন নেই। পরিস্থিতি স্বভাবিক হলে শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবিগুলো পূরণ করা হবে।

জেলা শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কায়সার আহম্মেদ।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন ও সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার। পরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জনপ্রিয়